রবীন্দ্রনাথের গানে অশালীন শব্দ ব্যবহার, ক্ষমা চাইলেন চার মহিলা

৪ জন ছাত্রী বসন্ত উৎসবের দিনে পিঠে অশালীন শব্দ লিখে উপস্থিত হয়েছিলেন। তারপর থেকেই এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে চলেছে সেই ছবি। এই ছবি নিয়ে চলছে বহু বিতর্ক। এই বিতর্ক গড়িয়েছে উপাচার্যের পদত্যাগ পর্যন্ত। তবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। কবিগুরুর গানে এই অশালীন শব্দ ব্যবহার মেনে নিতে পারেননি অনেকেই। এই অশ্লীল শব্দ প্রয়োগের প্রতিবাদে সামিল হয়েছেন অনেকেই। সেই জায়গা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলেন উলুবেড়িয়ার মাধবপুরের চেতনা সমিতির চার মহিলা সদস্য। তাঁরা হলুদ কুর্তির ওপর লিখলেন রবি ঠাকুর ক্ষমা করো। অভিনব এই প্রতিবাদ ইতিমধ্যেই বাহবা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: মাথায় হাত রং ব্যবসায়ীদের

Previous articleমহিলা বিশ্বকাপ ক্রিকেট যুদ্ধ শুরু
Next articleটস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার