Sunday, November 16, 2025

হাটে ভাঙলো হাঁড়ি, পাশে বসা কাউন্সিলরের নামে ফোনে অভিযোগ শুনলেন মেয়র

Date:

এভাবে যে হাটে হাঁড়ি ভাঙবে স্বপ্নেও ভাবেননি ‘অভিযুক্ত’ কাউন্সিলর৷ ভাবেননি কলকাতার মহানাগরিকও৷ কপাল খারাপ কেঁচোর গর্ত থেকে বেরিয়ে এলো কেউটে৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চলছিলো শনিবার৷ তখনই কেলোর কীর্তি৷ মেয়রের কাছেই তাঁর দলের এক কাউন্সিলরের নামে অভিযোগ করলেন কলকাতার এক নাগরিক৷ ঘটনাচক্রে মেয়রের পাশের চেয়ার আলো করে তখন বসেছিলেন “অভিযুক্ত’ কাউন্সিলর সন্দীপন সাহা৷ এই অভিযোগ শুনতে একেবারেই প্রস্তুত ছিলেন না মহানাগরিক।

পুরসভা ভোটের আগে। ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালু করেছেন ফিরহাদ হাকিম। সরাসরি নাগরিকদের অভিযোগ শোনেন, প্রতিকার করার চেষ্টা করেন৷ সেই কাজ করতে এদিনও বসেছিলেন৷ তখনই এলো সেই ফোন৷ ফোন করেছিলেন ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা বাড়িতে লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছেন।

দলের কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ পেয়ে নিশ্চিতভাবেই বেশ অস্বস্তিকর অবস্থায় পড়লেন ফিরহাদ হাকিম৷ তার ওপর সেই কাউন্সিলর তখন তাঁর পাশেই বসে৷ সামাল দিলেন ফিরহাদ৷ মেয়র সমস্ত অভিযোগ শুনে অভিযোগকারীকে পরামর্শ দেন, “আপনি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করুন। আইনি ব্যবস্থা নিন”। তারপর কাউন্সিলরকে ‘বাঁচাতে’ মেয়র বলেন, “বাড়ির মালিকের অভিযোগ ঠিক নয়। বহু বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছেন অনেকে। ভাড়াটিয়াদের হয়েই সওয়াল করেছিলেন কাউন্সিলর। তাদের আইনি ব্যবস্থা নিতে সাহায্য করেছিলেন”।

মেয়র সাফাই দিলেন বটে, তবে সেই সাফাই কেউ বিশ্বাস করেছেন কি’না সন্দেহ৷ প্রসঙ্গত, ‘অভিযুক্ত’ এই কাউন্সিলর সন্দীপন সাহার বাবা তৃণমূলেরই বিধায়ক স্বর্ণকমল সাহা৷ কাউন্সিলর সন্দীপন এখন ওয়ার্ডের কাউন্সিলর, সেই ৫২ নম্বর ওয়ার্ডটি এবার মহিলা সংরক্ষিত হয়েছে৷ ফলে সন্দীপন ওয়ার্ডহীন হয়ে পড়েন৷ সেই পরিস্থিতিতে তাঁর নাম ভাসিয়ে দেওয়া হয়েছে ৫৮ নম্বর ওয়ার্ডে৷ ঘটনাচক্রে এই ৫৮ নম্বর ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রের অধীন! এবং এন্টালির বিধায়ক কাউন্সিলরের বাবা স্বর্ণকমল৷

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version