Saturday, August 23, 2025

রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থী নিয়ে এখনও আঁধারে রাজ্যের বাম-কং

Date:

রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থী নিয়ে কংগ্রেস ও বামেদের চাপান উতোর যথারীতি চালু হয়ে গিয়েছে৷ বঙ্গ-সিপিএমের প্রস্তাব ছিলোএই আসনে সীতারাম ইয়েচুরিকে প্রার্থী করা হোক৷ কংগ্রেসের হাই কম্যাণ্ড এই নামে সহমত প্রকাশও করেছিলো৷ কিন্তু ২০১৮-র মতো এবারওসিপিএম পলিট ব্যুরোর কারাত-লবি খারিজ করেছে ইয়েচুরির নাম৷ দ্বিতীয় নাম উঠে আসে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ৷ প্রদেশ কংগ্রেস এই নামে আপত্তি জানায়নি৷ কিন্তু সূত্রের খবর, দিল্লি-সিপিএম এই নামও খারিজ করেছে৷ এই পরিস্থিতিতে বিকল্প দু’টি নাম ভেসে উঠেছে৷ প্রথমটি বাম-শরিক সিপিআই নেতা কানহাইয়া কুমারের, দ্বিতীয় নাম, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের৷ কানহাইয়া রাজনৈতিক জগতের হলেও বিচারপতি সম্পূর্ণভাবেই অ-রাজনৈতিক৷ জানা গিয়েছে, কারাত লবি চেষ্টা চালাচ্ছে, মহম্মদ সেলিমকে কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় পাঠাতে৷ সেলিমে প্রবল আপত্তি প্রদেশ কংগ্রেসের৷ এই সেলিমের কিছু মন্তব্যের কারনেই ২০১৯-এর লোকসভা ভোটে কং-বাম জোট বানচাল হয়েছে বলেই প্রদেশ নেতাদের ধারনা৷

ওদিকে কানহাইয়া এই মুহূর্তে বিজেপি-বিরোধী গুরুত্বপূর্ণ মুখ হলেও ‘ইগো’-কে প্রাধান্য দিয়ে সিপিএম কোনও শরিককে এই আসন যে ছাড়বে না, তা এক রকম নিশ্চিত৷ এক্ষেত্রে হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের নাম৷ এই নামে কংগ্রেসের আপত্তি হয়তো থাকবে না, কিন্তু সিপিএম কী করবে বলা মুশকিল৷ সহমতের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের জন্য কংগ্রেস রাহুল গান্ধীকে এবং সিপিএম সীতারাম ইয়েচুরিকে দায়িত্ব দিয়েছে৷

অন্যদিকে বিরোধী দলনেতা আবদুল মান্নান ইতিমধ্যেই দলের হাই কম্যাণ্ড তথা কং-সুপ্রিমো সোনিয়া গান্ধীকে চিঠি লিখে বলেছেন, পঞ্চম আসনে কংগ্রেস নিজের প্রার্থী পাঠাক! সেক্ষেত্রে সমর্থন চেয়ে অনুরোধ করা হোক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই প্রস্তাবে প্রদেশ কংগ্রেসের জোট-পন্থীরা আপত্তি জানিয়ে বলেছেন, পুরভোটে দু’দলে জোট হচ্ছে, সেখানে তৃণমূলের সমর্থন নিলে ভুল বার্তা যাবে৷ তবে এআইসিসি সূত্রের খবর, এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন সোনিয়া স্বয়ং৷
জোট প্রাথীর নাম এখনও ঝুলে আছে বলেই তৃণমূল এখনও পঞ্চম আসনের তাস লুকিয়ে রেখেছে৷ এমনও শোনা যাচ্ছে, পঞ্চম আসনে জোটের প্রার্থী পছন্দ না হলে তৃণমূলের সমর্থন নিয়ে আবদুল মান্নান নিজেই পাড়ি দিতে পারেন রাজ্যসভায়৷

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version