Wednesday, November 19, 2025

নিজের শহরে ঝাঁ চকচকে বাংলো কিনে আবেগতাড়িত নেহা কক্কর!

Date:

ছবি দেখে বোঝাই যাচ্ছে, বাড়িতে নতুন রঙ করা। গাড়ি থেকে আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম । পাশের জমিতে হলদে ফুলের সমারোহ । রোদচশমায় বাংলো বাড়ির দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর।

ভাবছেন এ দৃশ্য তো স্বাভাবিক? এত বড় তারকা, তাঁর তো এসব থাকবেই। তবে নেহা কক্করের ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা । অনেক সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। থাকতেন ভাড়া বাড়িতে, এবার নিজের জন্য বাংলো কিনলেন। উচ্ছ্বাস তো হবেই।
সম্প্রতি সেই বাংলোর সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন নেহা কক্কর। উত্তরাখণ্ডের ঋষিকেশ এলাকায় এই বাংলোটি কিনেছেন নেহা। যে শহরে জন্মেছেন, সেখানে এত দিন পরে এমন একটি বাংলো কিনতে পেরে আবেগতাড়িত গায়িকা।
সেই ভাড়া বাড়ি আর নতুন বাংলোর ছবি পাশাপাশি রেখে নেহা পোস্ট করেছেন ছবি। লিখেছেন আবেগতাড়িত নোট।
একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা তু’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।
একসময় এ শহরেই একটি ভাড়া বাড়িতে তাঁর পুরো পরিবার থাকত। বাঁ দিকের পুরোনো বাড়িটির একটি ঘরে তাঁরা থাকতেন, আর তার সঙ্গে ছোট্ট একটি রান্নাঘরে তাঁর মা রান্না করতেন, সামনে একটি টেবিল পাতা ছিল। এই বাড়ি থেকে চোখ সরিয়ে ডানদিকের চকচকে বাড়িটি এখন তাঁদের। এই শহরে যখন তিনি এই নতুন বাংলোটি দেখেন, তখন আবেগতাড়িত হয়ে পড়েন। এর জন্য নেহা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

Related articles

অপরিকল্পিত SIR অভিযান বন্ধ করুন: মালবাজারে BLO-র মৃত্যুতে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

SIR-এ অত্যাধিক কাজের চাপ। জলপাইগুড়ির মালবাজারে আত্মহত্যার অভিযোগ বিএলও শান্তিমণি এক্কার (Shantimoni Ekka)। বুধবার, এই মৃত্যুর খবরে শোকপ্রকাশ...

শিবপুরে দাম্পত্য কলহে শ্যুট আউট! গুরুতর জখম মহিলা

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট? হাওড়ার শিবপুরে (Shivpur Howrah) তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে (Hospital)। অভিযোগ,...

ফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়

বাংলার মানুষের মন থেকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আতঙ্ক (SIR fear) কাটছেই না। একাধিক...

পশ্চিমী হাওয়ায় বাধা, তাপমাত্রা বাড়ার সঙ্গে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

বেশ কিছুদিন ধরে সুদূর পশ্চিম রাজ্যগুলি পার করে পশ্চিমী হাওয়া বাংলায় ঢুকেছিল। ফলে নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ...
Exit mobile version