বিজেপির প্রার্থী হলে বিধায়কপদ হারাবেন শোভন

শোভন চট্টোপাধ্যায় যদি পুরভোটে বিজেপির প্রার্থী হন, তাহলে তিনি মনোনয়ন পেশ করলেই তাঁর বিধায়ক পদ চলে যেতে পারে। কারণ মনোনয়নে তাঁকে বিজেপির প্রার্থী হিসেবে নিজেকে দেখাতেই হবে। ফলে তৃণমূল বিধানসভার অধ্যক্ষকে সেই নথি দিলেই শোভনের বিধায়কপদ চলে যাবে। মূলত এই টেকনিকাল কারণেই শোভন ঝুঁকি নিচ্ছেন না বলে অনেকের ধারণা।