তুষারঝড়ে আটকে পড়েছিলেন পর্যটকরা, ত্রাতা সেনাবাহিনী

ফের ত্রাতার ভূমিকায় ভারতীয় সেনাবাহিনী। তুষার ঝড়ে জেরে অরুণাচল প্রদেশের সেলা পাস এলাকায় আটকে পড়েন ৩৯০ জন পর্যটক। শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন ভারতীয় জওয়ানরা।

গুয়াহাটি থেকে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই জানান, গত কয়েকদিন ধরেই তুষারপাত চলছে অরুণাচলের সেলা পাসসহ আশপাশের এলাকায়। শনিবার বিকেলে তা ভয়াবহ আকার ধারণ করে। ১৪ হাজার ফুট উচ্চতায় সেলা পাসে আটকে পড়েন পর্যটকরা। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় । শনিবার রাত থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু করে সেনা বাহিনী। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় ১৭৫টি গাড়ি করে মহিলা ও শিশু-সহ ৩৯০ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়। উদ্ধারের পরে পর্যটকদের প্রাথমিক চিকিৎসা করা হয়। দেওয়া হয় গরম খাবার ও প্রয়োজনীয় ওষুধ। সূত্রের খবর, প্রাথমিক ধাক্কা সামলে এখন সবাই মোটামুটি সুস্থ।

Previous articleবাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে-র নেতৃত্বভার পেলেন তামিম ইকবাল
Next articleবিজেপির প্রার্থী হলে বিধায়কপদ হারাবেন শোভন