আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ফের ভুল তথ্য দিয়ে হাস্যাস্পদ হলেন। নারী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই নানা সংস্কৃত শ্লোক বলার চেষ্টা করছিলেন। পারছিলেন না। ভুলে যাচ্ছিলেন। সরি বলছিলেন বারবার। এক সময় পৃথিবীর সেরা মহিলা হিসাবে সীতার উদাহরণ টানেন। আর সে কথা বলতে গিয়েই হঠাৎই অর্জুনের প্রসঙ্গ টেনে বলেন, শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের সঙ্গে সীতার বিয়ে দিয়ে দেন। অবাক সকলেই। কিন্তু তাতে বিপ্লব দেবের কিছু যায় আসে না।
