করোনা ঠেকাতে দিলীপের নয়া ‘দাওয়াই’

করোনা থেকে বাঁচতে এর আগে বিজেপি নেতারা অনেক দাওয়াই বাতলেছেন। এবার নয়া ‘ওষুধের’ সন্ধান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক দলীয় সভায় তিনি জানান, “মায়ের প্রসাদ খেলে করোনা হবে না”। দিলীপ ঘোষের বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় রীতিমত কৌতুক শুরু হয়েছে এই নিয়ে।

মঙ্গলবার, এগরার সভা থেকে তিনি বলেন, “ এই সভায় দেখুন লোক ভর্তি। কিন্তু করনার ভয় নেই। কারণ, মায়ের প্রসাদ খেলে করোনা হওয়ার প্রশ্নই নেই।”
এর আগে ‘গরুর দুধে সোনা’-র সন্ধান দিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার তাঁর এই বক্তব্যকে ঘিরেও ব্যঙ্গ করছে বিরোধীরা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, একজন রাজনৈতিক নেতার মন্তব্য করার আগে সবদিক বিবেচনা করে বলা উচিত।

Previous articleদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ পেরোল
Next articleকরোনা ঠেকাতে অ্যালকোহল? প্রাণ গেল ২৭ জনের