Sunday, November 16, 2025

৪ঘণ্টা বৈঠকেও মিললো না রফাসূত্র, পুরভোটের আগে জোট সংকটে বাম-কংগ্রেস!

Date:

শপথ ছিল এক সঙ্গে লড়াই করার। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে মাঠে নামার। কিন্তু কোথায় কী? সমঝোতা এখন বিশবাঁও জলে! জোট অটুট রাখতে রাজ্যসভায় বিনা শর্তে বামেদের আসন ছেড়েছে কংগ্রেস। দাবি ছিল, পুরভোটে সম্মানজনক আসন বন্টন। তা নিয়েই আজ, মঙ্গলবার প্রমোদ দাশগুপ্ত ভবনে ছিল বাম কংগ্রেস যৌথ বৈঠক। কিন্তু কোথায় কী!

দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠকের পরও মিললো না রফাসূত্র। ফলে আগামীকাল, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা পুরভোটে ৪৫টি আসন দাবি করেছে প্রদেশ কংগ্রেস। কিন্তু তথ্য-পরিসংখ্যান দিয়ে বামেরা বলছে, এটা আত্মহত্যার সামিল। তারা কংগ্রেসকে কোনওভাবেই ৩০ থেকে ৩৫টির বেশি আসন ছাড়তে রাজি নয়। শরিকদের জেতা আসন দেওয়া যাবে না। গত পুরভোটে যে যেখানে প্রথম বা দ্বিতীয় হয়েছে, সেই আসনগুলি তাদের ছাড়া হবে। এমন যুক্তি মানতে নারাজ কংগ্রেস। তাদের দাবি, যার যেখানে শক্তি আছে, সেই আসনটি তাকে ছাড়া হোক। গতবারের ফলাফল সমঝোতার ভিত্তি হতে পারে না।

কলকাতা পুরভোটে আলিমুদ্দিনের অঙ্ক, কংগ্রেসকে খুব বেশি হলে ছাড়া হতে পারে ৩০ থেকে ৩৫টি আসন। ৭০টি আসনে লড়াই করবে বামেদের দলের শরিক সিপিএম। সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছাড়া হবে যথাক্রমে ১০ ও ৭টি আসন। বাকি সামান্য কয়েকটি আসন দেওয়া হবে বামেদের একেবারে ক্ষুদ্র শরিকদের। কিন্তু মানতে নারাজ কংগ্রেস!

সব মিলিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল নিজেদের ঘুঁটি সাজিয়ে নিয়েছে। এই মুহূর্তে প্রধান বিরোধী শক্তি বিজেপির অঙ্ক কষা প্রায় শেষ, ঠিক তখনই জোট সংকটে বাম-কংগ্রেস!

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version