শোভনকে বার্তা দিয়ে পার্থ : রাজনীতি আর ব্যক্তিগত সমস্যা আলাদা করা উচিত

বৈশাখীর সঙ্গে বৈঠকের পরে ফের শোভনকে বার্তা। এবার সরাসরি বার্তা দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, শোভনের তৃণমূলেই ফেরা উচিত। ওকে নিয়ে এর আগেও বলেছি। আবারও বলছি, তৃণমূল কংগ্রেসে ওর সক্রিয় হওয়া উচিত। দলে ফেরাতে আমি উদ্যোগ নিয়েছি, ফিরহাদ হাকিমও উদ্যোগ নিয়েছেন। কিন্তু ও সক্রিয় হয়নি। ও আসুক, কথা বলুক। কিন্তু ও তো কথাই বলে না! ওকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখাটাও ঠিক ভালো লাগে না। আড়াই বছর ধরে ও এভাবে বসে আছে। কেন ও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছে না! যাবতীয় সমস্যা তো সেখানেই শেষ হয়ে যায়।এরজন্য তো কাউকে মাধ্যম করার দরকার নেই। ওকে মনে রাখতে হবে, রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখা উচিত ব্যক্তিগত বিষয়টা অন্য জায়গায়।

Previous article১১ মার্চ, বুধবারের বাজার দর
Next articleভারত সেরা মোহনবাগানকে অভিনন্দন জানালেন ক্রীড়ামন্ত্রী