দোলের দিন পার্কসার্কাস স্টেশনে চলন্ত ট্রেনে মহিলা সাংবাদিক অদিতি দে আক্রান্তের ঘটনায় বাংলার গোটা সাংবাদিক মহল জোটবদ্ধ। রেল পুলিশ যতই তৎপরতা দেখাক কিংবা উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিক, তাতে বরফ গলছে না। তাই এই ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি চেয়ে রেল পুলিশকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিতে চলেছে বাংলার সাংবাদিক মহল।

ঠিক হয়েছে, আগামীকাল বুধবার শিয়ালদহ GRP-এর কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে সাংবাদিকদের পক্ষ থেকে। এবং সেখানে দোষীদের গ্রেফতারের জন্য ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হবে। একইভাবে ডেপুটেশন দেওয়া হবে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে।
