Friday, November 14, 2025

নভেল করোনাভাইরাসের সংক্রমণকে প্যানডেমিক তথা বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুবিশাল ভৌগোলিক এলাকা অর্থাৎ একাধিক মহাদেশে যখন একসঙ্গে রোগে সংক্রমণ দেখা যায় তখন তাকে প্যানডেমিক বলা হয়। গ্রিক শব্দ প্যান এর অর্থ সবাই এবং ডেমোস মানে মানুষ। বুধবার ভারতীয় সময়ে রাত দশটা নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু জানিয়েছে, এখনও পর্যন্ত নভেল করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৩০০ মানুষের। তাই চরিত্রগত ভাবে একে এখন প্যানডেমিক তথা বিশ্বজোড়া মহামারি বলা যেতে পারে।

হু-র চিফ টেড্রোস অ্যাডানম একটি সাংবাদিক বৈঠকে বলেন, “প্রতি মুহূর্তে এই রোগের ওপর নজর রাখা হচ্ছে। যে তীব্রতায় এখন সংক্রমণ ছড়াচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক। সবদিক বিচার করে কোভিড-19 নভেল করোনাভাইরাসের সংক্রমণকে প্যানডেমিক তথা বিশ্বজোড়া মহামারি বলে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছি।” টেড্রোস আরও বলেন, ‘‘পৃথিবীর মোট ১১৪টি দেশে ছড়িয়ে এই রোগ। আগামী কয়েক দিন ও সপ্তাহে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এবং মৃতের সংখ্যা লাফিয়ে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য দেশে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও রয়েছে।”

হু-র ডিরেক্টর মাইকেল রায়ান এদিন জানান, “কোনও রোগকে প্যানডেমিক ঘোষণা করার পিছনে কোনও অঙ্ক নেই। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরেও দেখা গিয়েছে বহু দেশ যথাযথ সতর্কতামূলক পদক্ষেপ করেনি। আমরা বার বার তাদের সতর্ক করেছি। গুরুত্ব দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সময় নষ্ট করার মতো অবস্থা নেই।”

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version