মহানগরের পথে নীল-সাদা ডাবল ডেকার

নস্টালজিয়া জাগিয়ে ফের কলকাতার পথে দোতলা বাস। রাজ্য পরিবহন নিগমের উদ্যোগে খুব দ্রুতই মহানগরের পথে চলবে এই বাস। ৪৫ আসনের ডাবল ডেকারগুলি নির্মাণ করেছে বিবিকো। জামশেদপুর থেকে ইতিমধ্যেই ৪০ লক্ষ টাকা দামের একটি বাস এসে পৌঁছেছে কলকাতায়। আরও একটি চলে আসবে এই মাসের মধ্যেই।

দোতলা বাস হলেও পরিচিত লাল রংয়ের সেই পুরনো চেহারা নয়, ঘন নীল আর সাদা ঝকঝকে এই দোতলা বাস হুড খোলা। তবে সাধারণ যাত্রীদের জন্য একটু মন খারাপের খবর আছে। কারণ এই স্মার্ট ডাবল ডেকার যাত্রী পরিবহনের জন্য নয়, ব্যবহার হবে পর্যটনের বিকাশে। এই বাসে করে অন্যান্য শহরের মতো কলকাতাতেও ‘নগর দর্শন’-এর ব্যবস্থা করবে পর্যটন দফতর।

Previous articleরোদ্দুরকে ধুয়ে দিলেন পর্ণাভ
Next articleএবারও রঞ্জি ট্রফি হাতছাড়া বাংলার