বিরাট ক্ষতি, সব এভারেস্ট অভিযান বন্ধ হচ্ছে

চিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল, এবার নেপাল সব এভারেস্ট অভিযান বাতিল করতে চলেছে। আর এই বাতিলের কারণে নেপালের কম করে ৩০০ কোটি টাকার লোকসান হবে।

নেপালের উপ প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেলের নেতৃত্বে কমিটি শীঘ্রই এই সিদ্ধান্ত সরকারিভাবে জানাবে। বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ হয়েছে। বিদেশি অভিযাত্রীদের থেকে ১১হাজার ডলার নেয় নেপাল সরকার। এছাড়াও হোটেল সহ পর্যটন ব্যবসা থেকে রয়েছে বিরাট আয়। সেটাই আপাতত বন্ধ।

Previous articleরেকর্ড পতন, বন্ধ হল বম্বে স্টক এক্সেঞ্জ
Next articleবৈশাখীর কাছে শুধুই শোভনের স্বাস্থ্যের খবর নিলেন মুখ্যমন্ত্রী!