করোনা আতঙ্ক: নিষেধ-নির্দেশিকা সুপ্রিমকোর্ট থেকে বিধানসভা

করোনা সংক্রমণ রোধে ভিড় ও বড় জমায়েত এড়ানোর নির্দেশ জারি করেছে কেন্দ্র। ভাইরাস আতঙ্কে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। সুপ্রিমকোর্টে আইনজীবীদের একা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিধানসভাতেও বিধায়কদের সঙ্গে মাত্র একজন সহকারী যেতে পারেন বলে জানানো হয়েছে।


এর পাশাপাশি, আন্তর্জাতিক পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি -৬টি দেশের সঙ্গে উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে ১৫ এপ্রিল পর্যন্ত ইন্দো-বাংলাদেশ বাস ও ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-করোনা রুখতে সার্ক দেশগুলিকে একজোট হওয়ার ডাক মোদির

Previous articleকরোনা সংক্রমণ থেকে বাঁচতে উদ্বিগ্ন অমিতাভের বার্তা
Next articleদুই ওয়ান ডে বাতিল