Thursday, August 28, 2025

এ একটা নিতান্তই ঘড়ির গল্প ৷ দেওয়াল ঘড়ি৷ তখন সবে সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে৷ অস্থির ভারতে জাঁকিয়ে বসেছে ব্রিটিশ সরকার৷ কলকাতায় হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানের মধ্যে অন্যতম ভীমনাগ৷ দোকানে হরদম ভিড় নানান সাহেবসুবোর৷ শোনা যায় লর্ড ক্যানিং এর অনুরোধে একসময় ভীম চন্দ্র নাগ নাকি প্রথম লেডিকেনি বানিয়েছিলেন৷ ভীম নাগের তালশাঁস আজও মিষ্টি প্রেমীদের কাছে হ্যামিলনের বাঁশি৷ ভীম নাগের দোকানে মিষ্টির সঙ্গে সঙ্গে আর একটি জিনিশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে৷ একটি দেওয়াল ঘড়ি৷ গল্পটা এরকম, একদিন ভীমনাগের দোকানে এলেন বিখ্যাত ঘড়ি সংস্থা কুক অ্যান্ড কেলভির বড়কর্তা৷ সিপাহী বিদ্রোহের পরের বছর অর্থাৎ আঠারশ আটান্ন সালে রবার্ট টমাস কুক আর চার্লস কেলভি নামে এই কোম্পানি শুরু করেন৷ কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তাদের শো রুম ছিল৷ কুক অ্যান্ড কেলভির বড় কর্তার তো ভীমনাগের মিষ্টি খেয়ে বাহ্যজ্ঞান লোপ পাওয়ার যোগার৷ প্রশংসা-পর্ব শেষ করে ঘড়ি দেখতে গিয়ে দেখেন সাহেব ঘড়ি আনতে ভুলে গেছেন সেদিন৷ ওমা!দোকানেও যে ঘড়ি নেই৷ লজ্জ্বায় পড়ে গেলেন ভীম নাগ৷ সাহেব বললেন তিনি একটি ঘড়ি উপহার দেবেন৷ ভীমনাগ তখন সাহেব কে বললেন তার কর্মচারীরা কেউই ইংরেজি জানে না৷ ঘড়ি যদি দিতেই হয়, তাহলে যেন তার ডায়াল বাংলায় লেখা থাকে৷ সাহেব বললেন তথাস্তু৷ সাহেবের কথা অনুযায়ী লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল এল কলকাতায়৷ওই ঘড়ির মাঝখানে কোম্পানির নামটাও বাংলাতে লেখা আছে৷নীচে লেখা লন্ডন৷ সেই থেকে আজ, কুক অ্যান্ড কেলভির বিরল ঘড়ি শোভা পাচ্ছে ভীমনাগের দোকানে৷

আরও পড়ুন-নীল নদী, সবুজ বন, হলুদ রোদ…সাতকোশিয়া

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version