Tuesday, May 6, 2025

এ একটা নিতান্তই ঘড়ির গল্প ৷ দেওয়াল ঘড়ি৷ তখন সবে সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে৷ অস্থির ভারতে জাঁকিয়ে বসেছে ব্রিটিশ সরকার৷ কলকাতায় হাতে গোনা কয়েকটি মিষ্টির দোকানের মধ্যে অন্যতম ভীমনাগ৷ দোকানে হরদম ভিড় নানান সাহেবসুবোর৷ শোনা যায় লর্ড ক্যানিং এর অনুরোধে একসময় ভীম চন্দ্র নাগ নাকি প্রথম লেডিকেনি বানিয়েছিলেন৷ ভীম নাগের তালশাঁস আজও মিষ্টি প্রেমীদের কাছে হ্যামিলনের বাঁশি৷ ভীম নাগের দোকানে মিষ্টির সঙ্গে সঙ্গে আর একটি জিনিশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে৷ একটি দেওয়াল ঘড়ি৷ গল্পটা এরকম, একদিন ভীমনাগের দোকানে এলেন বিখ্যাত ঘড়ি সংস্থা কুক অ্যান্ড কেলভির বড়কর্তা৷ সিপাহী বিদ্রোহের পরের বছর অর্থাৎ আঠারশ আটান্ন সালে রবার্ট টমাস কুক আর চার্লস কেলভি নামে এই কোম্পানি শুরু করেন৷ কলকাতার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তাদের শো রুম ছিল৷ কুক অ্যান্ড কেলভির বড় কর্তার তো ভীমনাগের মিষ্টি খেয়ে বাহ্যজ্ঞান লোপ পাওয়ার যোগার৷ প্রশংসা-পর্ব শেষ করে ঘড়ি দেখতে গিয়ে দেখেন সাহেব ঘড়ি আনতে ভুলে গেছেন সেদিন৷ ওমা!দোকানেও যে ঘড়ি নেই৷ লজ্জ্বায় পড়ে গেলেন ভীম নাগ৷ সাহেব বললেন তিনি একটি ঘড়ি উপহার দেবেন৷ ভীমনাগ তখন সাহেব কে বললেন তার কর্মচারীরা কেউই ইংরেজি জানে না৷ ঘড়ি যদি দিতেই হয়, তাহলে যেন তার ডায়াল বাংলায় লেখা থাকে৷ সাহেব বললেন তথাস্তু৷ সাহেবের কথা অনুযায়ী লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়াল এল কলকাতায়৷ওই ঘড়ির মাঝখানে কোম্পানির নামটাও বাংলাতে লেখা আছে৷নীচে লেখা লন্ডন৷ সেই থেকে আজ, কুক অ্যান্ড কেলভির বিরল ঘড়ি শোভা পাচ্ছে ভীমনাগের দোকানে৷

আরও পড়ুন-নীল নদী, সবুজ বন, হলুদ রোদ…সাতকোশিয়া

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version