বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ শান্তনুশিবিরের বিরুদ্ধে

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠল বনগাঁ বিজেপি সাংসদ শান্তনুশিবিরের বিরুদ্ধে। এই ঘটনায় মলয় মণ্ডল, আইনজীবী লিটন মৈত্র, বাবলু দাস , কালীপদ ভৌমিক, দুলাল দেব সমদ্দার, অনুপ বিশ্বাসসহ মোট ছ’জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায় পরিবেশ এখনও থমথমে ।
জানা গিয়েছে , করোনা ভাইরাসের জন্য ঠাকুরনগরের বারুণী মেলা এবছর বন্ধ রাখতে গত রবিবার বিজেপির একটি গোষ্ঠী সাধারণ মানুষের সাক্ষর সংগ্রহ করে এবং স্টেশন চত্বরে মাইক বেঁধে প্রচার করে। পরবর্তীতে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে একটি ডেপুটেশন দেয়। অভিযোগ, ঠাকুরবাড়িতে প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের কাছে এই বিষয়ে একটু ডেপুটেশন জমা দিয়ে বেরোতেই শান্তনু ঠাকুর শিবিরের ২০-২৫ জনের একটি টিম তাদের গাড়িতে হামলা চালায়। স্থানীয়রা চলে আসায় আততায়ীরা পালিয়ে যায়। গাইঘাটা থানার পুলিশ ও বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন যার মধ্যে মলয় মন্ডল নামে এক বিজেপি কর্মী গুরুতর জখম হন।

Previous articleকরোনা আতঙ্ক: দক্ষিণেশ্বরে ভবতারিণীর দর্শনেও বিধি-নিষেধ
Next articleমার্কিন মুলুকে কালোবাজারি