কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর নিয়ম নেই! আইন পরিবর্তনের পথে হাঁটতে পারে রাজ্য

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক বসানোর নিয়ম নেই। এদিন এমনই দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের এক মন্ত্রী। আগামী ৭মে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে ভোট করতেই হবে। তা নাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে।

রাজ্য চাইছে মেয়াদ শেষের আগে অন্তত কলকাতা পুরসভার নির্বাচন করতে। যদি একান্তই ভোট না করা যায় , তাহলে আইন পরিবর্তন করার পথে হাঁটতে রাজ্য সরকার। আগামী ৩০মার্চ মুখ্যমন্ত্রীর রিভিউ বৈঠক। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Previous articleকরোনা আতঙ্ক: ‘‘ডিম-মাংস খান’’, অভয় দিচ্ছে প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
Next articleমুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে খোলা রাজ্যের পলিটেকনিক ও আইটিআইগুলি