করোনা আতঙ্ক: ‘‘ডিম-মাংস খান’’, অভয় দিচ্ছে প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

করোনা থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার করোনা আতঙ্কে সতর্কতার জন্য একটি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বলছে, ভয়ে অনেকেই ডিম-মাংস খাচ্ছে না। তবে ডিম-মাংস খাওয়া যেতেই পারে। যে সব ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন বয়স্ক মানুষ, শিশু সহ যাঁদের শ্বাসকষ্ট, ডায়বেটিস, কিডনির সমস্যা আছে তাঁদের বিপদের আশঙ্কা বেশি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্টিবায়োটিক ভাইরাস প্রতিহত করে না। অ্যান্টিবায়োটিক দ্বারা ব্যাক্টেরিয়াঘটিত রোগ সারে। চিঠি, প্যাকেট বা পার্সেলের মতো জড় পদার্থে করোনাভাইরাস কয়েক ঘণ্টার বেশি বাঁচে না। বেশি রসুন খেলে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কা কম হয়, এমন কোনও অবদানের প্রমাণ পাওয়া যায়নি। নিউমোনিয়ার টীকায় এই ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়।

 

আরও পড়ুন-ডানকুনিতে গোমূত্র বিক্রি: নাম জড়াল ২ সাংবাদিকের

Previous articleকরোনা আতঙ্কে ফাঁকা মেট্রো
Next articleকলকাতা পুরসভায় প্রশাসক বসানোর নিয়ম নেই! আইন পরিবর্তনের পথে হাঁটতে পারে রাজ্য