করোনা মোকাবিলায় নিষেধাজ্ঞা, জার্মানিতে আটকে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে জার্মানিতে আটকে পড়েছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।

বুন্দেশলিগা দাবা টুর্নামেন্টে যোগ দিতে জার্মানি গিয়েছিলেন তিনি। সোমবার তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে আপাতত জার্মানি ছেড়ে আসতে পারছেন না তিনি। ইউরোপ-সহ বিশ্বের বেশ কিছু দেশ থেকে বিমান আসায় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। যা অবস্থা তাতে চলতি মাসের শেষের দিকে ভারতে ফিরতে পারেন।