করোনা সতর্কতা নিয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী LIVE

নবান্নে বুধবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে তিনি করোনা নিয়ে ফের রাজ্যবাসীকে অশ্বস্ত করেন। এক নজরে দেখেনি কী বললেন তিনি।

১ কেউ অসুস্থ হলে ভয় পাওয়ার কিছু নয়।

২. কেউ ইনফ্লুয়েন্সিয়াল বলে পরীক্ষা করালাম না, এটা ঠিক নয়।

৩. দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করবেন না।

৪. বিদেশ থেকে ফিরলে আলাদা থাকবেন।

৫. বিদেশ থেকে ফিরে নিজেরাই পরীক্ষা করান।

৬. মনে রাখবেন, আপনার নিজেরও একটা দায়িত্ব আছে।

৭. সমাজের সব স্তরের মানুষের জন্য একই নিয়ম।

৮. অনলাইনে ছুটির আবেদন করুন।

৯. মানবিকতার সঙ্গে বিবেচনা করা হবে।

১০ বৃহস্পতিবার থেকে বিকাল 4 টায় সরকারি অফিসে ছুটি হয়ে যাবে।

১১. ভিড় এড়াতে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

১২. প্রভাবশালী বলে কেউ ছাড় পাবেন না।

১৩. গতকালের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

১৪. আতঙ্ক ছড়াচ্ছে কয়েকটি চ্যানেল, কাগজ।

১৫. এটা করবেন না, আইনি ব্যবস্থা নেব।

১৬. ইরেসপন্সিবল নিউজ করলে ব্যবস্থা।

১৭. অন্য চ্যানেল বা কাগজের নামে ফেক নিউজ।

১৮. সিপিকে বলবো স্ট্রং অ্যাকশন নিতে।

১৯.  ১০ লক্ষ  সাফাই কর্মীদের জন্য ৫লক্ষ টাকা বিমা।

 

 

 

 

Previous articleঅ্যালিসা স্বেচ্ছায় হারিয়ে যাবে লালগ্রহে
Next articleপাহাড়েও করোনা আতঙ্ক, পর্যটনে নিষেধাজ্ঞা জিটিএ-র