বেহাল অবস্থা কোয়ারেন্টাইনের, ছাত্রীর ভিডিওয় চাঞ্চল্য

কোয়ারেন্টাইন করোনা রাখতে সবথেকে ভালো উপায়। কিন্তু এই কোয়ারেন্টাইন নিয়ে রয়েছে সাধারণের মধ্যে নানান ভীতি। কোয়ারেন্টাইন অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথক থাকা। তবে এই নয় যে, উক্ত ব্যাক্তিকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হলো। যদি কোনও ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়, তাহলে তাকে জনবহুল এলাকা থেকে দূরে রাখতে এবং ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে কিছুদিন আলাদা থাকতে বলা হয়। এর জন্য দেশের সর্বত্র হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে কোয়ারেন্টাইনও।তবে অনেক ক্ষেত্রেই কোয়ারেন্টাইনগুলির অবস্থা সুবিধাজনক নয় । সম্প্রতি স্পেন ফেরত এক ছাত্রীর ভিডিওয় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৬ মার্চ দুপুর ১টা নাগাদ স্পেন থেকে ফিরেছেন ওই ছাত্রী। দিল্লির একটি কোয়ারেন্টাইনে ১৪ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বারকা পুলিশ ট্রেনিং স্কুলটিকে এখন কোয়ারেন্টাইন করা হয়েছে। সেখানেই রয়েছেন তিনি। সেখান থেকেই ভিডিওটি শেয়ার করেছেন ওই ছাত্রী।প্রতি পদক্ষেপে অব্যবস্থা পরিস্কার, স্যানিটাইজড নয় শৌচালয়ও।

 

Previous articleরঞ্জন গগৈকে নিয়ে বিস্ফোরক অরুণাভ ঘোষ
Next articleBreaking: সস্ত্রীক হোম আইসোলেশনে স্বরাষ্ট্রসচিব আলাপন !