করোনা হামলার জের। বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাতে লাগাম দিতেই কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, আগামী ২২মার্চ থেকে ২৯মার্চ, ভারতের মাটিতে কোনও আন্তর্জাতিক বিমান নামবে না। মূলত বিদেশ থেকে আগত ব্যক্তিদের সংস্পর্শে করোনাভাইরাস ছড়ানোর কারণেই এই সিদ্ধান্ত। একইসঙ্গে সরকার বিজ্ঞপ্তি জারি করে ১০ বছরের নিচে এবং ৬৫ বছরে ঊর্ধ্বের নাগরিকদের আপাতত বাড়িতে থাকতেই অনুরোধ করেছে।
