করোনাভাইরাস সংক্রমণ রোধে ভিড় ও জমায়েত এড়াতে ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর। আগেই বন্ধ হয়েছে পাথর চাপুরীর মত ঐতিহ্যবাহী মেলা।
দর্শন বন্ধ থাকলেও তারাপীঠ মন্দিরে পুজো, আরতি চলবে আগের মতোই। তবে, উপস্থিত থাকতে পারবেন না কোনও পর্যটক বা পুণ্যার্থী। তারাপীঠ মন্দির সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, প্রশাসনের সিদ্ধান্তে ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। তবে, লাইভে তারাপীঠ মন্দিরের আরতি দেখানো হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
