জনতা কার্ফুর সময় রেল চলবে না; জেনে নিন

রবিবার জনতা কার্ফু। তার আগে শনিবার রাত বারোটা থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলবে না।

রবিবার ভোর চারটের সময় সব এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন যেখানে যেটি থাকবে দাঁড়িয়ে যাবে। সেগুলি নড়বে রাত দশটার পর।
লোকাল ট্রেন খুব কম চলবে।
এরপর স্টেশনের খাবারের স্টল বন্ধ হবে।