করোনা সতর্কতায় তৎপরতা বিকাশ ভবনে

করোনা সতর্কতায় তৎপর বিকাশ ভবন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “করোনা সতর্কতায় বিকাশ ভবনে খোলা থাকবে একটি গেট। স‍্যানিটাইজার সহ যাবতীয় সরঞ্জাম রাখা থাকবে মূল গেটে।” খুব প্রয়োজন না হলে ভিসিটরদের বিকাশ ভবনে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “বেশ কিছু ইন্টারভিউ ভেরিফিকেশনের কাজ চলছে। আপাতত তা অনলাইনে হবে।”
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে ছাত্রদের। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, মিড ডে মিলের রাধুনি এবং ডেটা এন্ট্রি অপারেটরদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হবে। এক মাসের জন্য প্রতি ছাত্র পিছু দু কেজি ও দু কেজি আলু দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট স্কুলে কাউন্টার করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে সেই সামগ্রী।

Previous articleদেশাইয়ের মুত্র থেরাপি কিংবা গোমুত্র থেরাপি, কোনোটাতেই মান্যতা দেয়নি বিজ্ঞান
Next articleকর্মীদের বেতন কমাচ্ছে কিছু বিমানসংস্থা?