শিনা বোরা হত্যা: সাড়ে চার বছর পর জেলমুক্তি পিটারের

সাড়ে চার বছর পর জামিন পেয়ে জেল থেকে মুক্ত হলেন শিনা বোরা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পিটার মুখার্জি। প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার এই মামলায় জামিন পান মুম্বই হাইকোর্টে। জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের জন্য সময় চায় সিবিআই। সেজন্য হাইকোর্ট জামিনের উপর ছ-সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু তার মধ্যে সিবিআই সর্বোচ্চ আদালতে জামিন চ্যালেঞ্জ করে আর্জি জানায়নি। তাই অবশেষে জেল থেকে মুক্ত হলেন পিটার। উল্লেখ্য, মুম্বইয়ের সাড়া জাগানো শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে এখনও জেলবন্দি পিটারের প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও গাড়ির চালক। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে হাজির না থাকলেও ষড়যন্ত্রের শরিক ছিলেন পিটারও। গাড়ির চালক এই মামলার রাজসাক্ষী। ২০১২ সালে হওয়া খুনের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৫ সালে। এর এই প্রথম জামিন পেলেন এক অভিযুক্ত।

Previous articleঘরবন্দি থেকেও প্রস্তুতি: ছাত্রছাত্রীদের টিপস সমিত রায়ের
Next articleব্রেকফাস্ট নিউজ