Sunday, November 16, 2025

পিকে ইরানেও পরিচিত নাম ছিলেন, প্রিয় কোচের প্রয়াণে নস্টালজিক মজিদ

Date:

কিংবদন্তী ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসানে গভীর মর্মাহত ময়দান কাঁপানো বিদেশী ফুটবলার মজিদ বাকসার। খবরটা শোনার পর থেকেই স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন ইরানি ফুটবলার ।
তিনি বলেছেন, ক্লাব ফুটবলে আমার প্রথম কোচ পিকে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে ইরান থেকে ভারতে এসেছিলাম। ১৯৮০ সালে ইস্টবেঙ্গলে খেলার সময়েই পিকের সঙ্গে আমার প্রথম পরিচয়।
পিকে নিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। অলিম্পিক্সে খেলেছেন। ফলে তাঁর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারকে কোচ হিসেবে পাওয়াটা ভাগ্য ছাড়া আর কিছুই নয় ।
তিনি বলতে থাকেন, আপনারা শুনলে অবাক হবেন যে পিকে ইরানেও পরিচিত নাম ছিলেন। আমি ১৯৭৮ সালের বিশ্বকাপে ইরান জাতীয় দলের সদস্য ছিলাম। সেই সময়ে ইরানের কোচ আমাকে জিজ্ঞাসা করেছিলেন। তুমি তো ভারতের ক্লাবে খেলছো। পিকে বন্দ্যোপাধ্যায়কে চেনো? আমি কোচকে বলি, ক্লাব ফুটবলে পিকেই আমার প্রথম কোচ। শুনে উনিও খুশি হন। পিকের কোচিং করানোর সময় সবার কাছ থেকে সেরাটা বের করে আনতেন। প্র্যাকটিসে তো বটেই, ম্যাচের আগেও আমাদের ভোকাল টনিক দিয়ে উদ্বুদ্ধ করতেন।
আরও একটা জিনিস লক্ষ্য করতাম । ম্যাচের দিনগুলোয় পিকে একটা নির্দিষ্ট পোশাক পরে আসতেন। আমি কৌতূহলের বশে একদিন কারণ জিজ্ঞাসা করি। কিন্তু কোনও উত্তর পাইনি সেদিন । পরে জানলাম, ওই নির্দিষ্ট পোশাক ছিল পিকের কাছে লাকি। তাই ওই জামাকাপড় ছাড়তেন না।
পিকের কোচিংয়ে বহু ম্যাচ আমরা জিতেছি। আলাদা করে কোনও একটা ম্যাচের কথা বলবো না। রোভার্স কাপে আমরা মোহনবাগান, মহমেডান স্পোর্টিংকে হারিয়েছিলাম। দার্জিলিং গোল্ড কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে আমরা ৩-২ গোলে জিতেছিলাম। পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা রইল। তিনি যেখানেই থাকুন, ভাল থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি ।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version