করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-র দুই কর্মীকে ভর্তি করা হল

বেলেঘাটা আইডি-র দুই কর্মীকে এ বার করোনা সন্দেহে ওই হাসপাতালেই ভর্তি করা হল। শনিবার সকালে তাঁদের দুজনকেই আইডিতে ভর্তি করা হয়েছে। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল মিললেই সঠিক ভাবে নিশ্চিত হওয়া যাবে, যে তাঁরা আদৌ করোনা-আক্রান্ত কি না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে বেলেঘাটা আইডি-তে করোনা আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ওই দুই কর্মী সাফাইয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। রাজ্যে যে তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে, তাঁরা প্রত্যেকেই বেলেঘাটা আইডি-তে ওই ওয়ার্ডে ভর্তি। দুই সাফাই কর্মীর শরীরে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেয় । তাঁদের সঙ্গে সঙ্গে  হাসপাতালে ভর্তি করা হয়। কোনওভাবে তাঁদের শরীরেও সংক্রমণ ঘটেছে কি না তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা ।

Previous articleমহামারি-প্রতিরোধ আইনে সিপিএমের শাস্তি হোক, কণাদ দাশগুপ্তের কলম
Next articleজনতা কার্ফুর জন্য রবিবার নামমাত্র মেট্রো পরিষেবা