করোনার লক্ষণ থাকলে রোগীকে ফেরানো যাবে না, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

করোনার থাবা জাঁকিয়ে বসেছে দেশে,বাড়ছে আক্রান্তের সংখ্যা। সময় এগানোর সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিক-সহ দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯। এরকম এক জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগীকে ফেরাতে পারবে না সরকারি-বেসরকারি কোন হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন।
এমন অবস্থায় খবর আসছে, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে আক্রান্ত হিসেবে সন্দেহজনক রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের ফেরানো যাবে না। পাশাপাশি বলা হয়েছে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, ও কেরোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করতে হবে। যেসব স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হবেন তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ও স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে।