নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত নাবালক কোথায়, কীভাবে রয়েছে?

বহু অপেক্ষার পর শুক্রবার ফাঁসি হয়েছে নির্ভয়াকাণ্ডের চার দোষীর। প্রায় সাত বছর তিন মাস পর অক্ষয় ঠাকুর সিং, পবন গুপ্ত, মুকেশ সিং ও বিনয় শর্মার যোগ্য শাস্তি পেয়েছে। বারবার আইনের সাহায্য নিয়ে মৃত্যুদণ্ড এড়িয়ে চলছিল এই দোষীরা। শুক্রবার নির্ধারিত সময়েই ফাঁসি হয় নির্ভয়াকাণ্ডের চার দোষীর৷ নির্ভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় বিচার পেয়েছেন তাঁর বাবা-মা।

তবে সেই চার দোষীর সঙ্গে ছিল এক নাবালকও। কিন্তু এখন কোথায় সে? নাবালক হওয়ার কারণে জুভেনাইল কোর্টে বিচার হয়েছে ওই অভিযুক্তের। যার জেরে মাত্র ৩ বছরের সাজা হয়েছে ওই নাবালকের। কিন্তু এখন সে মুক্ত। জানা গিয়েছে, নাম বদলে সে এখন দক্ষিণ ভারতের এক শহরে রাঁধুনির কাজ করছে। এই মামলার যাবতীয় স্পর্শ থেকে ওই যুবক এখন অনেক দূরে।
সূত্রের খবর অনুসারে, জুভেনাইলে থাকার সময় রান্নার কাজ শিখেছিল সে। আপাতত অতীত অধ্যায় তাঁর জীবন থেকে মুছে ফেলেছে সে।

প্রসঙ্গত, নির্ভয়াকাণ্ডে এই নাবালকেরও নাম জড়িয়েছিল। সেই সময় ১৮ বছরের কম বয়স হওয়ার কারণে তার শাস্তি হয় মাত্র তিন বছর। তবে তখন আলোড়ন পড়েছিল গোটা দেশে। কিন্তু তখন তার সাজা ৩ বছরের জেল ছাড়া বেশি কিছুই হয়নি। তবে এখন তার পরিচয় শুধুই রাধুনী।

আরও পড়ুন-BIG BREAKING : জ্বলছে দমদম জেল

Previous articleজনতা কার্ফুর জন্য রবিবার নামমাত্র মেট্রো পরিষেবা
Next articleকরোনা নিয়ে কী বললেন অনুব্রত