‘জনতা কার্ফু’, প্রায় জনশূন্য বীরভূমের রাঙামাটির পথ

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ‘জনতা কার্ফু’-এ সামিল হলেন বীরভূমের আপামর জনগণ। রাজনৈতিক বনধ বা ধর্মঘটের থেকেও রবিবার ‘জনতা কার্ফু’-এ বেশি সাড়া মিলেছে। জেলার সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মহকুমায় বেসরকারি বাস চলাচল করেনি বললেই চলে। অন্যদিকে, সরকারি বাস খুব কম সংখ্যক চললেও বাসে দু, তিনজন যাত্রীর দেখা মিলেছে। রাস্তায় টোটো, অটো থাকলেও তার সংখ্যা হাতেগোনা। সমস্ত খাবার দোকান, বিভিন্ন শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ। সবজি, মাছ এবং মাংসর কোনও বাজার এদিন বসেনি। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ এদিন ঘরের বাইরে বের হননি। সমস্ত ওষুধের দোকান খোলা ছিল যদিও ক্রেতার দেখা কমই মিলেছে। এদিন জেলাজুড়ে ট্রেন চলাচল করেনি।

Previous articleকরোনায় মৃত্যু প্রাক্তন রিয়েল মাদ্রিদ প্রেসিডেন্টের
Next articleবিকেল পাঁচটা: আবেগের শব্দে গর্জে উঠল বাংলা