করোনার জের, বেতন কমাচ্ছে বার্সেলোনা

করোনার জেরে বিশ্বব্যাপী বাতিল এবং স্থগিত হয়েছে একাধিক স্পোর্টস ইভেন্ট। চলতি বছর হচ্ছে না ইউরো কাপও। অনিশ্চিত অলিম্পিকের ভবিষ্যৎও। এরই মধ্যে ফুটবলারদের বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বার্সেলোনা।

আপাতত কোনও ম্যাচ খেলতে হচ্ছে না মেসিদের। এদিকে তারকাদের হতে প্রাপ্য টাকা তুলে দিতে হচ্ছে ক্লাবকে। যার জেরে বিপুল ক্ষতির মুখে পড়েছে ক্লাব। পরিস্থিতি সামাল দিতে তাই বেতন কাটছাঁট করার কথা কর্তারা ভাবছেন বলে খবর। করোনার সঙ্গে লড়াই করে আর্থিক ক্ষতি থেকে বাঁচতেই এমন চিন্তাভাবনা করা হয়েছে।
সূত্রের খবর, আগামী সপ্তাহেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হতে বার্সেলোনা সিইও অস্কার গ্রাউ লা লিগায় খেলা ক্লাব এবং ইউরোপের অন্যান্য ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথাও বলছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে যা পরিস্থিতি তাতে বার্সাকে আর্থিক দিকটাও ভাবতে হবে। এই অবস্থায় ফুটবলার এবং স্টাফদের বেতন কমিয়ে ক্ষতিপূরণ করার কথা ভাবা হচ্ছে। স্পষ্টতই, বেতন কমার সম্ভবনা থাকছে মেসিরও।

Previous articleবিদেশ থেকে ফিরে ১৫ জন বেপাত্তা পূর্ব বর্ধমানের
Next articleআলিমুদ্দিনের ভণ্ডামিতে বিভ্রান্ত কর্মীরাও, কণাদ দাশগুপ্তর কলম