বিদেশ থেকে ফিরে ১৫ জন বেপাত্তা পূর্ব বর্ধমানের

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের। বিদেশ ফেরত মানুষদের সরকারি স্তরে বার বার হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও এদের অনেকেই তা ঠিকমতো মানছেন না। একই ছবি পূর্ব বর্ধমান জেলায়। সেখানে ১৫জন বাসিন্দা সম্প্রতি বিদেশ থেকে ফিরেই বেপাত্তা হয়ে গিয়েছেন। এদের কেউই নিজের নিজের শারীরিক পরীক্ষাটুকুও করাননি।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার প্রায় দেড়শো জন বাসিন্দা বাসিন্দা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। এদের মধ্যে ১৫ জনের কোনও সন্ধান মিলছে না। জেলাজুড়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। কার্যত নিরুদ্দেশ এই ১৫ জনের দেহে করোনার উপসর্গ রয়েছে কিনা তাও জানা যায়নি।
পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Previous articleদমদম জেলে ফের অশান্তি? ভেতর থেকে প্রবল শব্দ
Next articleকরোনার জের, বেতন কমাচ্ছে বার্সেলোনা