গরিব ও মধ্যবিত্তদের আর্থিক সাহায্য করুক কেন্দ্র, দাবি কংগ্রেসের

করোনা-আতঙ্কের আবহে দেশবাসীকে সর্তক করার পাশাপাশি কৃষক, শ্রমিক, দিনমজুর এবং চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক দুর্গতির কথা মাথায় রেখে তাঁদের আর্থিক সাহায্য করার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানালেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

করোনা-দাপটে দেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞদের বড় অংশ। বিশেষ করে গরিব ও মধ্যবিত্তরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা। তাই কেন্দ্রীয় সরকারকে সমাজের গরিব ও মধ্যবিত্তদের কথা চিন্তা করার আর্জি জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী।

সনিয়ার সুরেই দিনমজুর, ছোট ব্যবসায়ী-সহ প্রান্তিক মানুষদের জন্য সাহায্যের দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তাঁর আবেদন, দিনমজুর, ছোটব্যবসায়ীদের অবিলম্বে আর্থিক সাহায্য দিক কেন্দ্রীয় সরকার।