নিজেদের তাগিদেই ‘ঘরবন্দি’ কোচবিহার

জনতা কারফিউ- শুনশান গোটা কোচবিহার। নিজেদের তাগিদেই ঘর ছেড়ে বের হতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা। দোকানা, বাজার থেকে শুরু করে যাত্রী পরিবহন সবই বন্ধ রয়েছে সকাল থেকে। নিউ কোচবিহার স্টেশন দূরপাল্লার ট্রেনগুলি আসলেও তাতে যাত্রী সংখ্যা নগণ্য।

জেলার প্রত্যেকটি প্রবেশপথ যেমন পুন্ডিবাড়ি, বকশির হাট, চ্যাংড়াবান্ধা, নিউ কোচবিহার স্টেশন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি জায়গাতেই ভিন রাজ্য থেকে আসা মানুষদের স্ক্রিনিং করা হচ্ছে। সংক্রমণ রুখতে কোনওরকম ফাঁকফোকর রাখতে নারাজ জেলা প্রশাসন। ইতিমধ্যেই জনগণের উদ্দেশ্যে আতঙ্কিত না হয়ে সুরক্ষিত থাকার বার্তা দিয়েছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।

Previous articleবিকেল পাঁচটা: আবেগের শব্দে গর্জে উঠল বাংলা
Next articleজনতা কার্ফুতে সামিল শিলিগুড়ি