জনতা কার্ফুতে সামিল শিলিগুড়ি

জনতা কার্ফুর ব্যাপক প্রভাব পড়েছে শহর শিলিগুড়িতে। করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর ডাকে রবিবার দেশজুড়ে জনতা কার্ফুর পালনের ডাকে সাড়া দিয়ে সামিল শিলিগুড়িবাসীও। রবিবার, সকাল থেকেই শহরের সব দোকান, বাজার বন্ধ। হিলকার্ট রোড থেকে বিধান রোড – বিভিন্ন মার্কেটের একই চিত্র। রাস্তায় গাড়ি চলাচল অন্যদিনের তুলনায় অনেক কম।কোনও বনধেও এত প্রভাব পড়ে না যতটা প্রভাব পড়েছে জনতা কার্ফুতে।

নিউ জলপাইগুড়ি স্টেশনেও যাত্রীসংখ্যা খুবই কম। দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গিয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রাজ্যেথ বাইরে থেকে আসা ট্রেন। কার্ফুর জন্য চা বাগানেও কাজ বন্ধ। শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অবশ্য ভিড়-জামায়াতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাড়া ক্রিকেটে মেতে ওঠেন স্থানীয় তরুণরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous articleনিজেদের তাগিদেই ‘ঘরবন্দি’ কোচবিহার
Next articleকরোনা সংক্রমণ ঠেকাতে সোমবার বিকেল থেকে লকডাউন থাকবে কলকাতা ও সবক’টি পুর শহর