করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার বিকেল থেকে লকডাউন থাকবে কলকাতা ও সবক’টি পুর শহর

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের পথেই হাঁটল রাজ্য প্রশাসন । রবিবার লকডাউন ঘোষণা হল রাজ্যের সবক’টি পুর শহরে। করোনা পরিস্থিতির মোকাবিলায় সোমবার বিকেল ৫টা থেকেই কার্যকরী হচ্ছে এই লকডাউন। আপাতত তা চালু থাকবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। সে ক্ষেত্রে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধথাকবে রাজ্যের পুর শহরগুলিতে।
রবিবারই কেন্দ্রের তরফ থেকে কলকাতা-সহ দেশের ৭৫টি জেলা লকডাউনের পরামর্শ দেয় কেন্দ্র। ওই প্রস্তাবে আরও বলা হয়েছিল, রাজ্য সরকারগুলি চাইলে সেই লকডাউনের এলাকা বাড়াতে পারে। এর পরেই রবিবার নবান্ন থেকে কলকাতা-সহ রাজ্যের সব পুর শহরকে লকডাউন করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। লকডাউন চলাকালীন সব ধরনের অত্যাবশ্যকীয় পণ্য মিলবে বলে জানানো হয়েছে ।

Previous articleজনতা কার্ফুতে সামিল শিলিগুড়ি
Next articleসেল্ফ আইসোলেশনের মধ্যেই টেকনোলজি ব্যবহার করে করোনা সচেতনতা চালাচ্ছেন মিমি! কীভাবে জানেন?