প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর ডাক ছিল। তার সঙ্গে যোগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন- বাড়িতে থাকুন। সেই সঙ্গে বন্ধ রেস্তোরাসহ জমায়েতের সব স্থান। ফলে বাংলায় রেকর্ড বন্ধের চেহারা। কলকাতা স্তব্ধ। জেলাশহর স্তব্ধ।
কীভাবে ভুয়ো ভোটার খোঁজা। সেই সঙ্গে সঠিক ভোটারদের ভোটার তালিকায় (voter list) নাম থাকাকে নিশ্চিত করা। সেই কাজ তৃণমূলের তৃণমূলস্তরের নেতাদের কাঁধেই দিয়েছিলেন দলনেত্রী...
শান্তিনিকেতনের দোল নিয়ে রাজ্য সরকার যেখানে পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের দোল উদযাপনের ভারসাম্য বজায় রেখে পদক্ষেপ নিয়েছে, সেখানে সোনাঝুরির (Sonajhuri) দোল নিয়েই কুকথা...