এবার কোয়ারেন্টাইনে জার্মান চ্যান্সেলার মার্কেলও

করোনা বিপর্যয়ে ইউরোপের অন্যান্য দেশেগুলির তুলনায় পরিস্থিতি কিছুটা ভাল জার্মানিতে। মৃত্যু সংখ্যাও তুলনায় কম। তবে এর মধ্যেই ঘটল বিপত্তি। দেশটির সর্বোচ্চ প্রধান অর্থাৎ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে যেতে হল কোয়ারানটিনে। জার্মান সংবাদ সূত্রে খবর, মার্কেলকে নিউমোনিয়ার টিকা দিতে এসেছিলেন যে চিকিৎসক, দেখা গিয়েছে তাঁর করোনা সংক্রমণ ঘটেছে। এরপরই তৎক্ষণাৎ কোয়ারানটিনে চলে যান জার্মান চ্যান্সেলর। দেখা হচ্ছে চিকিৎসকের মাধ্যমে তাঁর কোনও সংক্রমণ হয়েছে কিনা।

Previous articleকিং খানের ভিডিও বার্তা
Next articleBig Breaking: করোনা প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত, সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দিদের ক্ষেত্রে নয়া নির্দেশ জারি