করোনা: জেলবন্দিদের প্যারোল বা জামিন দিতে কমিটি গড়ার নির্দেশ শীর্ষ আদালতের

করোনা-সতর্কতায় দেশের প্রায় সব আদালত বন্ধ৷ সংশোধনাগারগুলি উপচে পড়ছে৷ করোনা- সংক্রমণের আশঙ্কা বাড়ছে৷ এই পরিস্থিতিতে সোমবার গুরুত্বপূর্ণ এক নির্দেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত৷

সুপ্রিম কোর্ট এদিন রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে, সংশোধনাগারগুলিতে বন্দি-ভিড় হ্রাস করতে এখনই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে কারাগারে আটক বন্দিদের এখনই প্যারোলে বা অন্তর্বতী জামিন দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিতে থাকবেন রাজ্যের আইন ও বিচারসচিব এবং স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান৷ এই কমিটিই সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের শ্রেনীবিভাগ করে তাদের প্যারোল বা অন্তর্বতী জামিন দেওয়ার ব্যবস্থা করবে৷

Previous articleলকডাউনে, চিকিৎসা মহলের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের
Next articleআজ বিকেল থেকে কী কী বন্ধ ও খোলা থাকছে?