রাজ্য জুড়ে শুরু হয়ে গেল রাজ্য জুড়ে লক ডাউন। বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে গেল। কিন্তু বাস্তবে রাজ্যগুলির রাস্তা জনশূন্য হয়নি। কোথাও কোথাও দোকান খোলা থাকার চিত্র, শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফেরার চিত্র, ট্রেন দেরিতে ঢোকায় রাস্তায় আটকে যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। তবে পুলিশি তৎপরতা সর্বত্র। ফুটপাথ থেকে দোকান বন্ধ করা, রাস্তায় থাকা মানুষজনকে দ্রুত রাস্তায় ফেরার নির্দেশ দিয়ে পুলিশ ক্রমশ রাজ্য জনশূন্য করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কাল থেকে রাজ্য জুড়ে শুধুই শূন্যতার ছবি দেখতে পাওয়ার সম্ভাবনা। লকডাউন চলবে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত। এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
