করোনা সংক্রান্ত মিথ্যে গুজবে জনরোষের মুখে টলিউড অভিনেতা দ্বৈপায়ন দাস

বেশিরভাগ সময়ই বিপদ অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি করে দেয় ।যেমনটা হয়েছে টলিউড অভিনেতা দ্বৈপায়ন দাস এবং তার স্ত্রী পায়েল দের সঙ্গে। অভিনেতার মামি তিতাশ চৌধুরী নাকি আবুধাবি থেকে ফিরে এসে তাঁর হাওড়ার বাড়িতে কোনরকম চিকিৎসা অথবা সতর্কতা ছাড়াই লুকিয়ে রয়েছেন ।এবং তাঁর সাথ দিচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই দ্বৈপায়ন দাস ও তার স্ত্রী পায়েল দে কে জনরোষের মুখে পড়তে হয়। শুধু তাই নয় তিতাস চৌধুরীর বাড়িতেও হামলা চালানো হয়। কিন্তু তার মামীর আবুধাবি থেকে ফিরে আসার ঘটনাটি সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছু নয়।আবুধাবি থেকে তিতাশ চৌধুরী লাইভ দিয়ে ঘটনাটি পরিষ্কার করে দেন। তাঁর পরিবারকে এরূপ হেনস্থর শিকার হ‌ওয়ার জন্য পুলিশকে পুরো ব্যাপারটি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিতাশ চৌধুরী।