করোনা আতঙ্কে জেরবার সারা বিশ্ব। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার। আক্রান্ত ৩ লক্ষের বেশি। করোনা ত্রাসে ভয়াবহ অবস্থা ইতালির। চিনের থেকেও বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। এবার মৃত্যু মিছিল ফ্রান্সেও। সংবাদ সংস্থা জানিয়েছে, ফ্রান্সে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এক লাফে অনেকটাই বেড়েছে মৃতের সংখ্যা। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬০।
