শুধু করোনা নয়, এর আগেও মৃত্যু নানান নামে এসেছিল ভারতে

বর্তমানে করোনা তান্ডবে দিশেহারা ভারতবর্ষ। মানুষজন স্বেচ্ছায় গৃহবন্দি রেখেছেন নিজেদের ।কিন্তু জানেন কি করোনা ছাড়াও ভারতবর্ষে আঘাত এনেছে বেশকিছু মহামারি ।

১৮১৭ সাল থেকে ১৮৮১ সাল । মোট পাঁচবার কলেরায় আক্রান্ত হয়েছিল ভারত। মারা গিয়েছিল লক্ষাধিক মানুষ।
১৮৬৫ সালে মহামারীর আকার নিয়েছিল বম্বে প্লেগ। এই রোগে মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের ।

১৯১৮ থেকে হাজার ১৯২০ । এই দু বছরে স্প্যানিশ ফ্লু প্রায় শ্মশানে পরিণত করেছিল ভারতকে।

১৯৭৪ সালে বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছিল স্মলপক্স। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিহারেই ১৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছিল এই রোগে।

Previous articleকরোনার জের, মৃত্যু মিছিল ফ্রান্সে
Next articleসাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যা বললেন এদিন