করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা অনুদান লকেটের

গোটা দেশের মতোই রাজ‍্যজুড়ে করোনার জেরে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় কলকাতায় ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, করোনার জেরে আতঙ্কিত হয়েছে গোটা দেশ।

তিনি সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা হুগলি জেলার মানুষের জন্য জেলাশাসকের কাছে পাঠিয়েছেন। তিনি, জানিয়েছেন, করোনাভাইরাসে জেলায় সমস্যা তৈরি হলে জেলার মানুষের জন্য এই টাকা খরচ করতে বলেছেন জেলাশাসককে।