দেশে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আগ্রার অমিত কুমার। করোনা সতর্কতায় আইসোলেশনে ছিলেন তাঁর পরিবারের ৫ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁরাও।

করোনার জেরে আতঙ্কিত বিশ্ব তথা সারা দেশ। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০। মৃত্যু হয়েছে ১০ জনের। এরইমধ্যে স্বস্তির বার্তা দিচ্ছেন দেশের প্রথম করোনা অাক্রান্ত। ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বুঝে চিকিৎসকের পরামর্শ নেন তিনি এবং তাঁর পরিবার।
একটি ভিডিওতে তিনি বলেন, “প্যানিক করবেন না। পরিস্থিতি মোকাবিলা করতে চিকিৎসক এবং সরকারের পরামর্শ নিন। চিকিৎসা না করিয়ে পালিয়ে বেরিয়ে কী লাভ। বাড়িতে থাকুন, পরিষ্কার থাকুন। রোগ ধরা পড়লে
আইসোলেশনে যান। সচেতন না হলে বিপদ বাড়বে।”

শুনুন কী বললেন তিনি…
