Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘করোনা ত্রাণ তহবিল’, জেনে নিন দান করার পদ্ধতি

Date:

করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলায় বিশাল পরিমানে অর্থ প্রয়োজন৷ আচমকা এই বিপদ আছড়ে পড়ায় অর্থনীতিও নতুন করে সাজাতে হচ্ছে৷

এই সংকটজনক পরিস্থিতিতে রাজ্যবাসীকেও সদিচ্ছা দেখাতে হবে, এগিয়ে আসতে হবে৷ রাজ্যের করোনা-যুদ্ধে নাগরিকরাও যাতে নিজেদের সামর্থ্য অনুযায়ী
সামিল হতে পারেন, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করেছেন “ত্রাণ তহবিল”৷ মুখ্যমন্ত্রী নিজেই মঙ্গলবার এই ত্রাণ তহবিল গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এই তহবিল গঠনের উদ্দেশ্য হল, আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় তহবিলের অর্থ দ্রুত বরাদ্দ করা যাবে। পরিকাঠামো তৈরি, বর্তমান পরিকাঠামোর সংস্কার ও সম্প্রসারণে এই অর্থ খরচ করা হবে। এছাড়া, করোনা মোকাবিলায় প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা, আক্রান্তদের পুনর্বাসন এবং এই রোগের ওষুধ-প্রতিষেধক তৈরির জন্য গবেষণার কাজে খরচ করা হবে ওই ত্রাণ তহবিলের অর্থ।

মুখ্যমন্ত্রী বলেছেন, “এই তহবিলে অর্থ কিংবা জিনিসপত্র দিয়ে সাহায্য করা যেতে পারে। অনেকেই দিতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই পরিস্থিতিতে এখনও এক পয়সা পাইনি। মন্দা রয়েছে। তা আরও বাড়ছে। কোথায় শেষ হবে, তা জানি না। তবে আমরা তো আর পেট্রোল ও ডিজেলের ওপর সেস বসাতে পারব না!’

ওদিকে, মুখ্যমন্ত্রী করোনা ত্রাণ তহবিল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী চিঠি দিয়ে ওই তহবিলে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

নবান্নের তরফে জানানো হয়েছে,

◾করোনা তহবিলের দায়িত্বে থাকবে অর্থ দফতর।

◾অর্থ দফতরের যুগ্মসচিব পদমর্যাদার এক অফিসারকে এই তহবিলের ‘নোডাল অফিসার’ করা হয়েছে।

◾যে কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, ট্রাস্ট, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ দিতে পারবে।

◾মুখ্যসচিবের নেতৃত্ব ৪ সদস্যের এক কমিটি থাকবে এই তহবিল পরিচালনার দায়িত্বে।

◾কমিটির বাকি ৩ সদস্য হলেন: অর্থ, স্বরাষ্ট্র ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবরা ।

◾তহবিলে জিনিসপত্র দিতে চাইলে যোগাযোগ করতে হবে স্বাস্থ্য দপ্তরের সচিব সঞ্জয় বনশলের সঙ্গে। তাঁর ফোন নম্বর, ৯০৫১০২২০০০,
ই-মেল: wbsacs@gmail.com।

◾তহবিলে টাকা দিতে হলে, কখনই নগদে নয়৷ চেক, ব্যাঙ্ক ড্রাফ্‌ট, অনলাইনে জমা করা যাবে।

◾তহবিলে টাকা দিতে হলে
অর্থ দপ্তরের যুগ্ম সচিব
খালিদ এ আনোয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে ।
ওনার মোবাইল নম্বর: ৯৯০৩২-৩৬৪৬৬,
ই-মেল: wbserf@gmail.com

◾তহবিলের ব্যাঙ্ক:

  1. ICICI BANK LIMITE, লিমিটেড।
    হাওড়া শাখা।
    অ্যাকাউন্ট নম্বর: ৬২৮০০৫৫০১৩৩৯,
    IFSC কোড: আইসিআইসি০০০৬২৮০।

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version