এবার ব্রিটিশ রাজ পরিবারে থাবা নভেল করোনার। প্রিন্স চার্লস আক্রান্ত হলেন এই ভাইরাসে।রয়েছেন হাসপাতালে। স্ত্রী ক্যামিলা গিয়েছেন আইসোলেশনে। ইতিমধ্যে ব্রিটেনে আক্রান্ত ৮হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৪২২ জনের। রানি এলিজাবেথ রাজপ্রাসাদ ছেড়ে বহুদিন আগেই আইসোলেশনে চলে গিয়েছেন। ফলে ব্রিটেন জুড়ে নয়া আতঙ্ক।
