ই-কমার্স লকডাউন: অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করল বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, গ্রোফার্স

করোনা রুখতে জাতীয় লকডাউন চলাকালীন অনলাইন পরিষেবা সাময়িকভাবে সাসপেন্ড ঘোষণা করল বিগ বাস্কেট, ফ্লিপকার্ট, গ্রোফার্সের মত ই-কমার্স সংস্থাগুলি। অতি জরুরি কিছু ক্ষেত্রে পরিষেবা চালু রাখছে অ্যামাজন ইন্ডিয়া। বিগ বাস্কেটের প্রোমোটার কে গণেশ বলেন, গ্রসারি ও মেডিক্যাল ইকুইপমেন্ট অত্যাবশ্যক সামগ্রীর মধ্যে পড়ে। কিন্তু লকডাউন চলায় গণ পরিবহন বন্ধ, ব্যক্তিগত যান চলাচলে রাস্তায় থাকা পুলিশকর্মীরা বাধা দিচ্ছেন। বহু জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়ার পরেও কোনও কোনও হাউসিং সোসাইটির ভিতরে ঢুকতে বাধার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখছে ই-কমার্স সংস্থাগুলি।

Previous articleগত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৬ জনের সোয়াব টেস্টে নেই করোনা, সুফল লকডাউনের, বলছেন চিকিসসকরা
Next articleBig Breaking : করোনা আক্রান্ত প্রিন্স চার্লস